স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
যাচাই-বাছাই করা ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ এবং অনুদান-বিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত করাসহ তিন দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
৪০ দিনেও সই হয়নি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের ফাইল
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক হাজার ৯০ টি মাদ্রাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।